নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার চিকিৎসকরা কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন। সেই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "উৎসবও হবে। প্রতিবাদও হবে। প্রতিবাদ চলবে। উৎসবের মাঝেও প্রতিবাদের একাধিক রূপ দেখতে পাওয়া যায়।"
প্রসঙ্গত, মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকরা মহামিছিলের ডাক দিয়েছেন। চিকিৎসকদের মিছিলে প্রায় এক লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন। চিকিৎসকরা অনুমান করছেন, চিকিৎসকদের ডাকে মহালয়ের মহামিছিলে প্রায় পাঁচ লক্ষ মানুষ অংশগ্রহণ করতে পারেন। চিকিৎসকরা ১০ দফা জানিয়ে নতুন করে কর্মবিরতিতে যোগ দিয়েছেন। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নেওয়ার দাবি জানিয়ে জুনিয়র চিকিৎসকদের তরফে একটি প্রেস রিলিজ করা হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানান জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের।