নিজস্ব সংবাদদাতাঃ ২০২১-এর বিধানসভা নির্বাচন হোক বা যে কোনও হাইপ্রোফাইল নির্বাচন পার্থই ছিলেন তৃণমূলের কাণ্ডারি। একেবারে দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন তিনি। কিন্তু নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে ছেঁটে ফেলে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?
মঙ্গলবার অর্থাৎ আজ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ সহ মোট সাতজনকে এদিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। কোর্টে ঢোকার আগের মুহুর্তে দলের মঙ্গল কামনা করলেন পার্থ। তিনি বলেন, "মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে।"