নিজস্ব সংবাদদাতাঃ আজ ৬ নভেম্বর। কিছুদিন আগে ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) দাবি করেছিলেন যে তিনি ৬ নভেম্বর নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করবেন। কিন্তু উল্টে এদিকে খেলা ঘুরিয়ে দিলেন মন্ত্রীরই প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যা বিস্ফোরক মন্তব্য করলেন এরপর সকলের আশঙ্কা, আরও চাপ বাড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী জ্যোতিপ্রিয়র। অভিজিৎ দাসের দাবি অনুযায়ী, মন্ত্রীর নির্দেশেই তাঁর মা মমতা দাস ও স্ত্রী সুকন্যাকে ৩টি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়। কিন্তু সেখানে কী কাজ হত সেটা জানা ছিল না অভিজিতের বলে দাবি। তিনি আরও বলেন, 'মন্ত্রী সেখানে ব্যবসা করতেন আমি শুধু এটুকু জানতাম। কিন্তু কোনও টাকা আমার স্ত্রী বা মায়ের অ্যাকাউন্টে ঢোকেনি।'