নিজস্ব সংবাদদাতা : দুপুরের দিকে ভাইফোঁটার উদযাপনে বিভিন্ন মহলের তারকাদের ছবি সোশ্যাল মিডিয়ায় নজরে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটায় হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। প্রতিবছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোঁটার জন্য শোভনের আসা ছিল একটি বিশেষ আকর্ষণ।
ফোঁটার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শোভনকে প্রশ্ন করা হয়, "কবে সক্রিয় রাজনীতিতে ফিরবেন?" এর জবাবে তিনি বলেন, "যবে দেখতে পাবেন, তবেই ফিরব," যা রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়ে তাঁর অনিশ্চয়তা প্রকাশ করে। শোভন আরও বলেন, "আজকের দিনে দিদির আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার," যা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মমতার প্রতি আনুগত্যকে প্রকাশ করে।
বৈশাখী বলেন, “আজকের দিনটা শোভনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের কারণে এখানে এসেছেন।” নারীদের বিরুদ্ধে নির্যাতন ও রাজ্যের সরকার কীভাবে সঠিক ব্যবস্থা নিচ্ছে, সেই বিষয়েও বৈশাখী আলোচনা করেন। তিনি জানান, সরকারের উদ্যোগগুলি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে।
শোভন ও বৈশাখী, দুজনেই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিরোধীদের অপপ্রচার ও নেতিবাচক প্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তাঁদের উপস্থিতি এবং বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী বার্তা নিয়ে এসেছে।