হাসপাতালে বুদ্ধদেববাবু, অপেক্ষায় সাদা অ্যাম্বাসেডর

হাসপাতালে ভর্তি রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সাদা অ্যাম্বাসেডর, নম্বর ডব্লুবি ০৬০০০২, এই গাড়ি ব্যবহার করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার বুদ্ধদেববাবু শ্বাসকষ্ট নিয়ে আলিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে এই অ্যাম্বাসেডর দাঁড়িয়ে রয়েছে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের বাইরে। এই অ্যাম্বাসেডর এখন অনেকটাই জৌলুস হারিয়েছে। বুলেট প্রুফ কাচ এখনও রয়েছে গাড়িতে। তবে রং চটেছে গাড়ির বিভিন্ন অংশের। কোথাও আবার সামান্য মরচেও ধরেছে। এই অ্যাম্বাসেডরে চেপেই কখনও বুদ্ধবাবু গিয়েছেন আলিমুদ্দিনে, কখনও মহাকরণে। শুধু তাই নয়, ২০১৮ সালে যখন নাকে অক্সিজেনের নল লাগিয়ে ব্রিগেডে গিয়েছিলেন, সেই সময়েও এই সাদা অ্যাম্বাসেডরই ছিল তাঁর সঙ্গী। শরীর তখনও খারাপ। তাই ব্রিগেডের মাঠের পাশে গাড়ি গিয়ে দাঁড়ালেও নামতে পারেননি। ২০২১ সালে আবার যখন সিপিএম ব্রিগেড করল, সেবার সিপিএমের প্রত্যেক সমর্থক অপেক্ষায়-উৎকণ্ঠায়। এই বুঝি সেই সাদা অ্যাম্বাসেডরটা এসে থামল। এই বুঝি মঞ্চ থেকে ঘোষণা হবে, ‘বুদ্ধদেববাবু আসছেন’। যদিও তা হয়নি। শরীর তখন একেবারেই ভাল ছিল না তাঁর।