নিজস্ব সংবাদদাতা: বহু ইতিহাসের সাক্ষী অযোধ্যার রাম মন্দির। দীর্ঘ দিনের আইনি যুদ্ধ শেষে ২০২০ সাল থেকে শুরু করা হয়েছে এর নির্মাণ। বিশাল এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই কলকাতায় তৈরী করা হয়েছে তারই প্রতিলিপি। সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কের মাঠে এবারের থিম তাই অযোধ্যার রামলালার রাম মন্দির। এর উদ্যোক্তা ও ক্লাব সম্পাদক বিজেপি নেতা সজল ঘোষ।
অষ্টমী পেরিয়ে নবমী এসে গেল। আজ বাদে কাল বিসর্জন মায়ের। এবার প্রশ্ন সাধারণ মানুষ আর কতদিন দেখতে পাবে এই রামমন্দির? জনতার প্রশ্নের জবাব পাওয়া গেছে। দ্বাদশীর সকাল পর্যন্ত খোলা থাকবে কলকাতার রামমন্দিরের দরজা। সেদিন বিকেলে প্রতিমা নিরঞ্জন করতে চলেছে এই ক্লাব। তবে জানা গিয়েছে যে এই সুবিশাল মণ্ডপ থাকবে আরও কিছুদিন। লক্ষ্মীপুজোও করা হবে এই প্যান্ডেলেই। ফলে ভিড়ের চাপে এখন রাম মন্দির দেখতে না পেলেও হাতে আছে আরও কিছুদিন সময়।