আজ কলকাতায় রোনাল্ডিনহো, মমতার জন্য আসছে জার্সি

দেবীপক্ষের শুরুতেই আজ কলকাতায় ফুটবলের ম্যাজিশিয়ান। বহু মানুষের স্বপ্নের নায়কের কলকাতায় না পা রাখা নিয়ে যে উত্তাপ বাড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

author-image
Anusmita Bhattacharya
New Update
ronaldinho

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেবীপক্ষের শুরু হতে না হতেই শহরে পা রাখতে চলেছেন ফুটবল দুনিযার ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো। রবিবার দুবাই থেকে কলকাতা এসে পৌঁছচ্ছেন তিনি। আপাতত থাকছেন ইএম বাইপাস লাগোয়া সাত তারা এক হোটেলে। সোমবার সকাল থেকেই শহরের উত্তর থেকে দক্ষিণে দেখা যাবে ২০০২-র বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ানকে। সোমবার সকালে হোটেলে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের পর নিউটাউনে মার্লিন গ্রুপের অ্যাকাডেমির অনুষ্ঠানে দেখা যাবে রোনাল্ডিনহোকে। নিজের নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে সুন্দরবন ও জঙ্গলমহলের দশ জন ফুটবলের প্ৰতিভাধর ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। দুপুর বারোটা নাগাদ রওনা দেবেন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি পুজো মন্ডপের উদ্দেশ্যে। দুপুর ১:৩০ নাগাদ শ্রীভূমি থেকে বেরিয়ে উত্তর কলকাতার আহিরিটোলা যুববৃন্দের পুজো মন্ডপে যাবেন। দুটি পুজো মন্ডপ ঘুরে কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা। মুখ্যমন্ত্রীর জন্য আনবেন বিশেষ জার্সি যা পরে রোনাল্ডিনহো নিজেও খেলেছেন।

hire