নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যভবনের কাছে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে একাধিক বিষয়ের ওপর প্রশ্ন দেখা দিয়েছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা খাবেন কীভাবে। অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে কেক বিস্কুট খেয়ে কাটানো যাবে না। জানা গিয়েছে, মঙ্গলবার রাতের জন্য খাবার যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসে তৈরি হয়েছে। ইতিমধ্যে খাবার আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে রহনা হয়ে গেছে। জানা যাচ্ছে, যতদিন আন্দোলন হবে, যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাস থেকে তাঁদের কাছে খাবার যাবে। এছাড়াও আন্দোলনরত চিকিৎসকদের জন্য রেস্টরুম খুলে দেওয়া হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু দেবনাথ নামের এক ব্যক্তি লিখেছেন, "এই মাত্র যাদবপুর ইউনিভার্সিটির এক প্রতিনিধি ঘোষণা করলেন যাদবপুর ইউনিভার্সিটির যে সল্টলেক ক্যাম্পাস আছে, সেখানে আন্দোলনকারীদের জন্য রান্না হচ্ছে। যতদিন আন্দোলনকারীরা আন্দোলন চালাবেন ততদিন পর্যন্ত এই ক্যাম্পাস তাদের খাওয়া দাওয়ার ভার নেবে। পাশাপাশি ক্যাম্পাসের বাথরুম থেকে রেস্টরুম আন্দোলনকারীদের প্রয়োজনের জন্য খোলা থাকবে। সাব্বাশ যাদবপুর।"
উল্লেখ্য, অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের প্রস্তুতি নিয়েই কার্যত স্বাস্থ্যভবন অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা। লালবাজারের ক্ষেত্রে শৌচালয় থেকে একাধিক সমস্যা রাতভোর আন্দোলনে দেখতে পাওয়া গিয়েছিল, স্বাস্থ্যভবন অভিযানে সেই ব্যবস্থা জুনিয়র চিকিৎসকরা করতে শুরু করেছে। রাস্তার মধ্যে ত্রিপল পেতে জুনিয়র চিকিৎসকরা বসেছেন। এছাড়াও প্রচুর ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর বায়োটয়লেটের ব্যবস্থা করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। এছাড়াও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখার বিষয় সরকারের তরফে আলোচনায় বসায় আর কোনও প্রস্তাব আসে কি না।