নিজস্ব সংবাদদাতা: আলিপুর আদালতে বৃহস্পতিবার সশরীরে হাজির করানো হয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। জামাইষষ্ঠীর দিন জীবনকৃষ্ণের জন্য বাড়ি থেকে খাবার এবং প্রসাদ নিয়ে আসেন পরিবারের সদস্যেরা। কিন্তু সেই খাবার তৃণমূল বিধায়ককে দেওয়ার অনুমতি দেয়নি পুলিশ।
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জীবনকৃষ্ণকে আলিপুর আদালতে হাজির করানোর পর সেখানে উপস্থিত ছিলেন জীবনকৃষ্ণের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যেরা। বাড়ি থেকে জীবনকৃষ্ণের জন্য লুচি, প্রসাদ এবং গোটা ফল এনেছিলেন। জামাই ষষ্ঠী উপলক্ষ্যে পুজোর প্রসাদ এনেছিলেন তাঁরা। সেই খাবার জীবনকৃষ্ণকে দেওয়ার অনুমতি মিলল না।