আগামীকাল কালীপুজো! ভুল করেও এই কাজগুলি করবেন না

কার্তিক মাসের অমাবস্যা মানেই মা কালীর পুজো হবে। একইসঙ্গে এই দিন বহু বাড়িতে করা হয় দীপান্বিতা লক্ষীপুজো। এই পুজোর কিছু নিয়ম মানলে আপনার কল্যাণ হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
kalipuja1 (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর কিছু সময় পরেই কালীপুজো। কালীপুজোর দিন লক্ষ্মীপুজোর প্রচলন রয়েছে বেশ কিছু বাড়িতে। তার মধ্যেই বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি পালন করা উচিত। 

লক্ষীপুজো করলে দেবী লক্ষীর বাম দিকে প্রদীপ রাখবেন না। 

দেবী লক্ষ্মী বিবাহিত। তাই তাঁকে ভুল করে সাদা ফুল অর্পণ করবেন না। দিতে হলে শুধুমাত্র লাল এবং গোলাপি রঙের ফুল দিতে পারেন। 

দেবী লক্ষ্মীর মূর্তি সাদা কার্পেটের উপর রাখবেন না। 

পুজোর সময়ে সাদা বা কালো রঙের যে কোনও জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

hiring.jpg