নিজস্ব সংবাদদাতা: এবার নারায়ণ ব্যানার্জির বক্তব্যের পাল্টা বক্তব্য রাখলেন কুণাল ঘোষ। নারায়ণ ব্যানার্জি জানান, "রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ..এক্ষুনি ৮৫০০০/- টাকা মোচ্ছব ভাতা বন্ধ করে তা বন্যা কবলিত মানুষের জন্য দেওয়া হোক বলে মনে করি"।
এবার তার পাল্টা ট্যুইট করে জবাব দিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ উত্তরে বলেছেন, "যা ইচ্ছে বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন। পুজোর ওই ৮৫,০০০ টাকা গরীব মানুষ, গ্রামের মানুষের কাছেও পৌঁছয়। এই অর্থনীতির বৃত্তে বহু প্রান্তিক শ্রমজীবী, হস্তশিল্পী, কুটিরশিল্পী, ডেকরেটর, আলোকশিল্পী, ঢাকিসহ নানা কাজের শাখা প্রশাখা।। তাদের আয় কমালে, বন্ধ করলে আপনাদের পকেট থেকে তাদের দেবেন?" এই বিষয় নিয়ে শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . .