ফের বন্যা পশ্চিমবঙ্গে! জারি সতর্কতা

গত বছরের ৪ অক্টোবর সিকিম থেকে জল নেমে বিধ্বংসী বন্যা হয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের বন্যা নিয়ে প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
tista

নিজস্ব সংবাদদাতা: প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে। আর এর জেরেই এবার বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সেবকের কালিঝোড়া থেকে আচমকাই প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে। এর ফলে তিস্তায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে যে তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৪০০০ কিউসেক জল ছাড়া হয় এদিন। সেই কারণে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কবার্তা।

গত বছরের ৪ অক্টোবর সিকিম থেকে জল নেমে বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হন বহু সাধারণ মানুষ। ভারতীয় সেনাবাহিনীর একাধিক জওয়ান অস্ত্রসহ ভেসে যান সেই বন্যায়। সেই সব অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গেছে যে সোমবার তার খোঁজেই কালিঝোড়া বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়।

hiring.jpg