নিজস্ব সংবাদদাতা: বেলগাছিয়া ভাগাড়ের বিপর্যয়কে সামনে রেখে হাওড়া, বালির ভেঙে পড়া পুর পরিষেবা ফের স্বাভাবিক করার নীল নকশা তৈরি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । মঙ্গলবার হাওড়া কর্পোরেশনে বেলগাছিয়া ভাগাড় বিপর্যয় নিয়ে বৈঠক হয় নগরোন্নয়ন ভবনে । সেখানে আগামী দিনে হাওড়া শহরের জঞ্জাল থেকে ক্ষতিগ্রস্থদের স্থায়ী, অস্থায়ী পুনর্বাসন নিয়ে দীর্ঘ আলোচনা হয় ।
/anm-bengali/media/media_files/eEuJByCYbQOI6PvFKsbo.jpg)
হাওড়া ও বালি এলাকায় পুর পরিষেবার কে, কোন অংশ দেখবে সেই কাজ বণ্টন করে দেন মন্ত্রী । ফিরহাদ হাকিম ছাড়াও এদিনের বৈঠকে কলকাতা কর্পোরেশনের পুর কমিশনার, জঞ্জাল সাফাই বিভাগের কর্তা, কেএমডিএ, এইচআইটি, হাওড়া কর্পোরেশনের কমিশনার, হাওড়া কমিশনারেট কমিশনার-সহ বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিকরা হাজির ছিলেন ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের আপাতত ২০ ফিটের চলমান কন্টেনারে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে । এই কন্টেনারের ভিতরে কিছু মানুষকে স্থানান্তর করা হবে এবং বিপর্যস্ত এলাকায় লাগোয়ায় একটা জায়গা পাওয়া গিয়েছে সেখানেও কিছু মানুষকে স্থানান্তর করা হবে।