নিজস্ব সংবাদদাতাঃ সোমবার দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজে একটি পাঁচতলা নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে।পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবার দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর অভিজিৎ পান্ডে জানিয়েছেন, সোমবার ভোরে নির্মীয়মাণ ভবনটি ভেঙে পড়ে।
/anm-bengali/media/media_files/CluLDT32gWEKXi3Bo71M.jpg)
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।