নিজস্ব সংবাদদাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমবার চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। চলতি সপ্তাহেই সেই চার্জশিট আলিপুর বিশেষ সিবিআই আদালতে জমা পড়ার কথা। চার্জশিটে নাম থাকতে পারে কুন্তল ঘোষ সহ তাপস মণ্ডল ও এজেন্ট নীলাদ্রি ঘোষের। নিয়োগ দুর্নীতির মামলায় প্রথম গ্রেফতার হয়েছিল কুন্তল। তার পর একে একে গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষদের। চাকরি বিক্রির চক্রের মূল মাথা নাকি কুন্তলই। এমনটাই চার্জশিটে দাবি করতে চলেছে সিবিআই। এদিকে তার বিরুদ্ধে জেল কোড না মেনে চিঠি লেখার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। সে ক্ষেত্রে কুন্তলের জন্য আগামীতে দুর্ভোগ অপেক্ষা করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।