নিজস্ব সংবাদদাতা : এবার চাকরিহারা শিক্ষকদের ডি আই অফিস অভিযানকে কেন্দ্র করে বড় প্রশ্ন তুলে দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী তো এই চাকরিহারা শিক্ষকদের স্কুলে যেতে বলেছিলেন। তা না গিয়ে তারা হঠাৎ করে ডি আই অফিস দখল করতে গেলেন কেন ?''
/anm-bengali/media/media_files/ctHxtPHSsnpJq4BuihNe.jpg)
এরপর তিনি বলেন, ''আজ যদি ওখানে কিছু ভাঙচুর চালানো হত বা কোনও জরুরি ফাইল যদি ছিঁড়ে ফেলা হত, তার দায় কে নিতো ? তখন তো আমাদের জবাবদিহি করতে হত এই বিষয়ে।''