নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগণা থেকে পশ্চিমবঙ্গের নেত্রী রেখা পাত্রের বিষয়ে তার মন্তব্যের বিষয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুখ খুললেন।
মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "তাদের (বিজেপি) করার কিছু নেই, তাই তারা সেখানে (ইসিআই) যেতে পারে, এটা কোনো ব্যাপার নয় কিন্তু আমরা একজন নারীকে অসম্মান করতে পারি না। হেরো মাল এমন একটি শব্দ যা আমরা সাধারণত বাংলায় ব্যবহার করি, এটা বিশেষভাবে কোনো নারীর জন্য নয়...বিজেপি হেরো মাল যারা হাজী নুরুলের বিরুদ্ধে ৩ লাখ ভোটে হেরেছে। এই কারণেই বিজেপিকে হেরো মাল বলা হয়... আমরা নারীদের সম্মান করি, এটাই বাংলার সংস্কৃতি। আমরা বাংলায় নারীদের দেবী হিসেবে গণ্য করি"।
বুধবার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রচার করতে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ‘হেরো মাল’ বলে সম্বোধন করেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরহাদ হাকিম সেদিন বলেন, ‘'নারী নির্যাতন নিয়ে সারা দেশের কাছে মিথ্যা প্রচার করেছে বিজেপি। সন্দেশখালির নারীদের অসম্মান করেছে বিজেপি। সন্দেশখালিতে আমার এক বন্ধু থাকে। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। বিজেপি সন্দেশখালিকে এতটাই কালিমালিপ্ত করেছে যে ক্যানিংয়ের লোকজন বলে, সন্দেশখালির মেয়ে মানে অপবিত্র। তাই তার বিয়ে ভেঙে যায়। তাই তার বাবাও হাঁউ হাঁউ করে কাঁদছে। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরো মাল। কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করল। বিজেপি কেস ছাড়া কিছু জানে না'।
ফিরহাদ হাকিমের 'হেরো মাল' বিতর্ক! এবার বললেন 'এটাই বাংলার সংস্কৃতি'
এবার কি নতুন দাবি এই নেতার?
Follow Us
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগণা থেকে পশ্চিমবঙ্গের নেত্রী রেখা পাত্রের বিষয়ে তার মন্তব্যের বিষয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুখ খুললেন।
মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "তাদের (বিজেপি) করার কিছু নেই, তাই তারা সেখানে (ইসিআই) যেতে পারে, এটা কোনো ব্যাপার নয় কিন্তু আমরা একজন নারীকে অসম্মান করতে পারি না। হেরো মাল এমন একটি শব্দ যা আমরা সাধারণত বাংলায় ব্যবহার করি, এটা বিশেষভাবে কোনো নারীর জন্য নয়...বিজেপি হেরো মাল যারা হাজী নুরুলের বিরুদ্ধে ৩ লাখ ভোটে হেরেছে। এই কারণেই বিজেপিকে হেরো মাল বলা হয়... আমরা নারীদের সম্মান করি, এটাই বাংলার সংস্কৃতি। আমরা বাংলায় নারীদের দেবী হিসেবে গণ্য করি"।
বুধবার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রচার করতে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ‘হেরো মাল’ বলে সম্বোধন করেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরহাদ হাকিম সেদিন বলেন, ‘'নারী নির্যাতন নিয়ে সারা দেশের কাছে মিথ্যা প্রচার করেছে বিজেপি। সন্দেশখালির নারীদের অসম্মান করেছে বিজেপি। সন্দেশখালিতে আমার এক বন্ধু থাকে। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। বিজেপি সন্দেশখালিকে এতটাই কালিমালিপ্ত করেছে যে ক্যানিংয়ের লোকজন বলে, সন্দেশখালির মেয়ে মানে অপবিত্র। তাই তার বিয়ে ভেঙে যায়। তাই তার বাবাও হাঁউ হাঁউ করে কাঁদছে। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরো মাল। কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করল। বিজেপি কেস ছাড়া কিছু জানে না'।