নিজস্ব সংবাদদাতা: বহুতল ভেঙে পড়ে কলকাতার গার্ডেনরিচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানাম যাচ্ছে। এখনও উদ্ধার কাজ চলছে।
/anm-bengali/media/post_attachments/5315569a-8ec.png)
একাধিক মানুষের ভেতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সকাল সকাল ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকেই এই বহুতলটি বেআইনি ভাবে নির্মিত হচ্ছিল বলে মেনে নিলেন ফিরহাদ হাকিম।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
l