নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরের ব্যস্ত সময়ে শপিং মলে লাগলো আগুন। বস্ত্র বিপণনী সংস্থার ওই শপিং মলে রয়েছে ফুড স্টলও। সেখানেই ভয়াবহ আগুন লেগে যায়। বাজারের কাছেই দাউ দাউ করে জ্বলে ওঠে অতীন্দ্র সিনেমা হলের পাশের এই শপিং মল।
আগুন দেখে স্থানীয় বাসিন্দারাই শুরুতে এগিয়ে আসেন আগুন নেভাতে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ঘণ্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
যা জানা যাচ্ছে, সিনেমা হলের পাশে একটি ক্যাফে রয়েছে। সেখান থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। আর ওই ক্যাফের নীচেই রয়েছে টাটার বিখ্যাত পোশাকের দোকান জুডিও। আগুন ছড়িয়ে পড়ে সেখানেও। শেষ পর্যন্ত এখনও জানা যায়নি, আগুন লাগার আসল কারণ কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত? আপাতত, সমগ্র এলাকা ঘিরে রেখেছে ব্যারাকপুর থানার পুলিশ।