নিজস্ব সংবাদদাতা: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি ডেকরেটার্স সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে রবিবারের শহরে শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।
আগুনের জেরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কারণ যে গোডাউনে আগুন লেগেছে তার গা ঘেষে আরও একাধিক বাড়ি-ফ্ল্যাট রয়েছে। আগুনের জেরে গোডাউনের দেওয়ালেও ফাটল ধরতে শুরু করেছে। এমনকী আগুনের প্রখর তাপে পাশের বাড়ির একটি জানলার প্লাস্টিক গলে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এলাকার কাউন্সিলর। অগ্নিকাণ্ডের আতঙ্কের জেরে গোডাইনের আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা প্রাণ ভয়ে রাস্তায় নেমেছে।