নিজস্ব সংবাদদাতা: গতকাল ইএম বাইপাসে লেগেছিল ভয়ঙ্কর আগুন। আর আজ ২৪ ঘন্টা কাটার আগেই ফের শহর কলকাতায় ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। লর্ডসের মোড়ের সামনে সান্ধ্যবাজারে লেগে গেল ভয়ঙ্কর আগুন। পুড়ে ছাই গোটা এলাকা।
যা জানা যাচ্ছে, এদিন দুপুরে প্রথম আগুন লাগে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই সেই আগুন ছড়িয়ে যায়। আর রাসায়নিক, দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে। বেশ কিছু ঝুপড়িও এই আগুনের গ্রাসে চলে গেছে। আর একই সাথে ১০-১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দিয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। এই মুহুর্তে সাদা ধোঁয়া দেখা গেলেও পকেট ফায়ার রয়ে গেছে এখনও। তাই নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। অন্যদিকে, লর্ডসের মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণের আনা হয়েছে। দুদিকেই রাস্তা বন্ধ রাখা হয়েছে।