নিজস্ব সংবাদদাতা: গত রাতে পাঁচ তলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়তেই তড়িঘড়িই শুরু হয় উদ্ধারকাজ। কলকাতা পুলিশের পাশাপাশি এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, দমকল বাহিনীও উদ্ধার কাজে হাত লাগিয়েছে।
রাতে খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু। আজ সকাল পর্যন্ত ছিলেন দু’জনেই। প্রত্যকে মুহুর্তের আপডেট নিচ্ছেন দমকল মন্ত্রী।
এদিন তিনি বলেন, “একটি বিল্ডিং ধসে পড়েছে। উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশি লোক আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে”।