নিজস্ব সংবাদদাতা: ফের এক বস্তি জতুগৃহে পরিণত হল। সর্বস্ব খুইয়ে পথে বসলেন অসহায় বাসিন্দারা। ঢাকুরিয়ার বস্তিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল ২০টি বাড়ি। সর্বস্ব হারালেন সাধারণ মানুষ। তবে এই অগ্নিকাণ্ডের জন্যে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সেখানকার বাসিন্দারা।
এলাকাবাসী অভিযোগ, এতোটা আগুন ছড়াতোই না, যদি দমকল সময়ে আসত। আগুন লাগার প্রায় ঘন্টা দু’য়েক পর দমকল বাহিনী আসে। তাঁদের জন্যেই আগুন এতো ভয়াল রূপ ধারণ করল বলে দাবি করেছে সর্বহারারা। যা জানা যাচ্ছে, দু’দুটি সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন পর পর ছড়িয়ে পড়ে। এই মুহুর্তে দমকলের ১০ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে ঢাকুরিয়া শাখায় সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল।