নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ জানা গিয়েছে, সাতসকালে বড়বাজারে নাখোদা মসজিদের কাছে প্লাস্টিকে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ইতিমধ্যে ধোঁয়ায় মুড়েছে ঘিঞ্জি এলাকা। সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন হাজির হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর করছে দমকলকর্মীরা।