অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী অগ্নিকান্ড! ধোঁয়া দেখে প্রাণপণে ছুটল ক্রেতা-কর্মীরা

চারদিনের মাথায় ফের কলকাতা শহরে অগ্নিকাণ্ড। আজ কসবায় অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন লেগেছে। শপিং মলের চারতলায় ফুড কোর্টে ধোঁয়া দেখে হুড়োহুড়ি ক্রেতাদের।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
vbnvmq20.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চারদিনের মাথায় আবারও শহরে অগ্নিকান্ড। এবার ভয়াবহ আগুন লেগেছে অ্যাক্রোপলিস মলে। বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, কসবায় অ্যাক্রোপলিস শপিং মলের চারতলায় বুক স্টোর থেকে ফুড কোর্টে আগুন ছড়িয়ে পড়ে। হঠাতই মলের চারতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে যার ফলে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা মল। সেই ভয়াবহ ধোঁয়া দেখে ক্রেতারা প্রাণপণে ছুটোছুটি শুরু করে

আগুন লাগার আতঙ্কে মলের ভেতরে থাকা ক্রেতা এবং কর্মীরা কোনোমতে বাইরে বেরিয়ে আসে। অ্যাক্রোপলিস মলের পাশে গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মীদের আশ্রয়ের বন্দোবস্ত করা হয়। জানা গিয়েছে, মলের এমার্জেন্সি গেট দিয়ে বেরতে গিয়ে বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।   

Add 1