নিজস্ব সংবাদদাতাঃ রাতের কলকাতায় ফের ভয়ানক অগ্নিকাণ্ড। এবার আগুন ধরল শহরের এক বহুতলে। জানা গিয়েছে, রবিবার রাতে কলকাতার মানিকতলা মেন রোডের ধারে একটি বহুতল আবাসনের সাত তলায় আচমকা আগুন লাগে। সাত তলার জানালা দিয়ে দাউদাউ করে বেরোতে থাকে আগুনের লেলিহান শিখা। ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন লাগার ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। যদিও দমকলের অপেক্ষা না করে আবাসনের বাসিন্দারাই প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে পৌঁছায় বহুতল আবাসনের নীচে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, বিল্ডিংয়ের সাত তলায় এসিতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।