নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সন্ধ্যায় ধাপায় কলকাতা পুরনিগমের গ্যারাজে ভয়াবহ আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। গ্যারাজে প্রচুর টায়ার মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সূত্রে খবর, বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনায় হতাহতের এখনও কোনও খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। গ্যারাজে প্রচুর টায়ার, গাড়ি ছিল। একের পর এক টায়ার, গাড়িতে আগুন লাগতে শুরু করে। দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আপাতত কুলিংয়ের কাজ চলছে।