অশোক হল গার্লসে অগ্নিকাণ্ড!

স্কুল ছুটি থাকায় বড় বিপদ কিছু ঘটেনি বলেই জানা গিয়েছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ফের শহরে আগুন আতঙ্ক। আতঙ্ক ছড়াল কলকাতার স্কুলে। আগুন লাগল কলকাতার পাম অ্যাভিনিউয়ের স্কুলে। শহরের নামি স্কুল অশোকা হল গার্লসে আগুন লেগে যায় এদিন। স্কুল ছুটি থাকায় বড় বিপদ কিছু ঘটেনি বলেই জানা গিয়েছে। 

যা জানা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য কয়েকদিন স্কুল বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। দমকলকে স্কুল কর্তৃপক্ষ খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। তারায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। 

Fire

কিছুদিন আগেই কলকাতার অপর একটি নামি স্কুল নব নালন্দায় জানলার একটি কাচ ভেঙে পড়ে স্কুল ছাত্রের মাথায়। তাতে আহত হয় দুই ছাত্র। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা প্রতিবাদ দেখাতে শুরু করে এই ঘটনায়। ওই ঘটনার স্মৃতি কিছুটা আবছা হওয়ার আগেই ফের এক নামী স্কুলে আগুন আতঙ্ক, অভিভাবকদের চিন্তা বাড়ালো।   

মন