নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নামে দায়ের করা হয়েছে এফআইআর। সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে গিয়ে তিনি দানি করেছিলেন যে তৃণমূল করলে নাগরিকত্ব পাওয়া যাবে না।
/anm-bengali/media/post_attachments/97d48caa7682f0b11524fb67d277563f47c97a4efb891297001f1942c83229f7.jpg)
এরপরেই নির্বাচন কমিশনের কাছে তাঁর প্রার্থী পথ বাতিলের দাবি জানিয়ে অভিযোগ জমা করে বাংলা পক্ষ। সেই সংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার এফআইআর দায়ের করা হয়েছে গাইঘাটা থানায়।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/08/shantanu-thakur-bjp-mp.jpg)
/anm-bengali/media/post_attachments/172c4d84b5019d066ce78517bd8e38b8d499de25688be8b8149d127500cab7b4.webp)