কালী পুজোয় বিরাট দুর্যোগের আশঙ্কা : গভীর সমুদ্রে তৈরি হচ্ছে ঘূর্নাবত

আগামী ২০ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।

author-image
Debapriya Sarkar
New Update
Weather

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বঙ্গের আবহাওয়া পরিস্থিতি সংকটময়। একটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে, যা আগামী দিনে দুর্যোগের সম্ভাবনা তৈরি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।

Weather

উত্তরের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলিগুড়িতে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিংয়ে মেঘ ও কুয়াশার আচ্ছাদন দেখা যাচ্ছে। জলপাইগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কোচবিহারেও মেঘলা আকাশ বিরাজমান।

2024-07-24T090759Z_898243132_RC2D19AG7TGD_RTRMADP_5_ASIA-WEATHER-TAIWAN-FPCC

সপ্তাহের শেষে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালীপুজোর আগে এই আবহাওয়া পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘূর্ণিঝড় হলে উপকূলবর্তী এলাকায় প্রভাব পড়তে পারে, তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে।