দমকলের ব্যবস্থায় ত্রুটি! রইলো ভিডিও

আগুন নেভাতে গিয়ে জলের সমস্যা! হিমশিম খেল দমকল। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
িিি


নিজস্ব সংবাদদাতা :  গড়িয়াহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হল দমকলকে! এএনএম নিউজের ক্যামেরায় ধরা পড়লো ত্রুটি। আগুন নেভানোর জন্য দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছোয়। যে জল দিয়ে আগুন নেভাবে দমকল বাহিনী সেই জলের ট্যাঙ্কারে ধরা পড়লো লিকেজের ছবি। দুটি পাইপ রয়েছে। একটিতে জলের তোর বেশি। অন্যটায় লিকেজ হচ্ছে জল। পরিস্থিতি নিয়ে যথেষ্টই বেগ পেতে হয় দমকল বাহিনীকে। শেষে আরেকটি জলের ট্যাঙ্ক থেকে জল স্থনান্তরিত করা হয় ট্যাঙ্কারে। তবে কি প্রথম ট্যাঙ্কারে জলের পরিমাণ কম ছিল? উঠছে প্রশ্ন। আপদকালীন অবস্থায় যখন দউ দাউ করে জ্বলছে আগুন সেখানে জল নিয়ে সময় নষ্ট দমকলের। এই পরিস্থিতিতে কতক্ষণে নিয়ন্ত্রণে আসে আগুন এখন  তারই অপেক্ষায় আতঙ্কিত বাসিন্দারা। অন্যদিকে মেন রোড হওয়ায় কিছুক্ষণের জন্য ব্য়াহত হয় যান চলাচল। সৃষ্টি হয় যানজটের।