নিজস্ব সংবাদদাতা: ধর্মতলার অনশন মঞ্চে অনশনকারী আরও এক জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট তনয়া পাঁজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বার বার তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু এখনই অনশন ভেঙে হাসপাতালে ভর্তি হতে নারাজ তিনি।
জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তনয়ার রক্তচাপ কমে হয়েছে ৭০/৯৮। এদিকে তাঁর নাড়ির গতি ৭৮। এছাড়া তাঁর ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বা সিবিজি ছিল ৬৩। উল্লেখ্য, চিকিৎসকরা জানিয়েছেন, সিবিজি ৬০-এর নীচে নেমে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। কিডোন বডির মাত্রা ৩+ সেই ক্ষেত্রে কিডনি খারাপ হয়ে যেতে পারে। উল্লেখ্য, তনয়া মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট। তনয়ার শারীরিক হাল হকিকত নিয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, অনশনকারী চিকিৎসকের মাথা ঘুরছে। আপাতত অবস্থানমঞ্চেই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন তিনি।
অন্যদিকে, অনশন করতে গিয়ে ইতিমধ্যে চারজন জুনিয়র চিকিৎসক হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় জুনিয়র চিকিৎসক পুলস্ত আচার্যকে নীল রতন সরকারের সিসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে অনশনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, আলোক ভর্মা ও অনুষ্টুপ মুখোপাধ্যায়কে গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।