আরও জোড়ালো হচ্ছে আন্দোলন! পঞ্চমীতে সমস্ত মেডিক্যাল কলেজ জুড়ে অনশনের কর্মসূচি

মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীতে সমস্ত মেডিক্যাল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ১২ ঘণ্টার প্রতীকি অনশনের ডাক দিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
hungery strike

নিজস্ব সংবাদদাতা:  শনিবার সন্ধে সাড়ে আটটা থেকে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনে বসেছেন। এবার আরও কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন মেডিক্যাল কলেজে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রতীকি অনশনের ডাক দেওয়া হয়েছে।  শনিবার থেকে ছয় জন জুনিয়র চিকিৎসক অনশন কর্মসূচি গ্রহণ করেছে।  রবিবার সেই অনশন কর্মসূচিতে যোগ দেন  আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। 

অন্যতম ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। তিনি বলেন, ধর্মতলায় রাস্তার একাংশ জুড়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। তার জেরে গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল। তাই তাঁদের রাস্তা ছেড়ে দিয়ে আন্দোলন করার যাতে নির্দেশ দেওয়া হয়, সেই আর্জি জানান ওই আইনজীবী।

তবে এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। এই প্রসঙ্গে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করতে পারে না। এর অর্থ হল, জুনিয়র চিকিৎসকরা ধর্মতলায় যে আন্দোলন করছেন, তা তাঁরা চালিয়ে যেতে পারবেন। তাঁদের কর্মসূচি অব্যাহত রাখতে পারবেন। 

 tamacha4.jpeg