যাদবপুর Ragging: কেউ চিন্তায় মামলার খরচ নিয়ে, কারুর বাড়িতে তালা!

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করার পর এবার কয়েকজনের বাড়িতে অবস্থা অত্যন্ত শোচনীয়। কেউ পালিয়েছেন কেউ আবার চিন্তায় মামলার খরচ নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
swapnakundu

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্য রয়েছে সত্যব্রত রায়, নাসিম আখতার এবং হিমাংশু কর্মকার। এদের গ্রেফতারিতে হতবাক পাড়া-পড়শি। মুখচোরা ছেলেগুলো Ragging করার অভিযোগে গ্রেফতার হতে পারে ভাবতেও পারছেন না কেউ। সত্যব্রতর বাবা সংবাদমাধ্যমকে বলেন যে ঘটনার পর ছেলেকে বাড়ি আসতে বলায় সে বলেছিল যে সে এখন বাড়ি আসতে পারবে না। কারণ এখন গেলে সবাই সন্দেহ করবে। তাঁর মা বলেন যে ছেলের পড়ার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা। এখন কোর্টের খরচ পাবেন কোথা থেকে?

এদিকে হিমাংশু কর্মকার গ্রেফতার হতেই তার সামশেরগঞ্জের নিমতিতার বাড়ি ছেড়ে দেয় পরিবারের লোকজন। এলাকার বাসিন্দারা বলছেন যে বছর দশেক আগে মৃত্যু হয়েছে হিমাংশুর বাবার। বাড়িতে থাকতেন তার মা এবং এক দিদি। শুক্রবার সকালে বাড়িতে তালা দিয়ে তাঁরা সবাই কোথায় চলে গিয়েছে তা কেউ জানে না।