নিজস্ব সংবাদদাতা: জাল পাসপোর্টের তদন্তে এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল। চক্রের সদস্যদের সাহায্য নিয়ে কয়েকজন বাংলাদেশির জন্য জাল পাসপোর্ট তৈরি করে থাকে পাক চর সংস্থা আইএসআই। জেএমবি ও আকিসের মতো জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যরাও জাল পাসপোর্ট তৈরি করত বলে অভিযোগ করছে সিবিআই। চক্রের পাণ্ডারা ৮ মাসে উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি সীমান্ত হয়ে কয়েকজন নেপালি, তিন চিনা, দুই বাংলাদেশি ও এক মার্কিনি নাগরিককে জাল পাসপোর্টের মাধ্যমে এই দেশে অনুপ্রবেশ করতে সাহায্য করে বলে জানা গেছে। এবার জাল পাসপোর্ট মামলায় কলকাতাসহ বাংলা ও গ্যাংটকের ২৫ জন পাসপোর্ট অফিসের কর্তা, বিভিন্ন পদের কর্মী ও এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।