নিজস্ব সংবাদদাতাঃ ফের শহরে গ্রেফতার ভুয়ো আইএএস অফিসার। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শান্তকুমার মিত্র। সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার পাশাপাশি ফরেন লিকার ও রেস্তো বারের লাইসেন্স পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে শান্তকুমারের বিরুদ্ধে। এরপর তাঁর কীর্তি সামনে আসতেই শহরের একটি হোটেলে আত্মগোপন করেন। তল্লাশিতে হোটেল থেকে বেশ কিছু অপরাধমূলক কাজকর্মের নথিও মিলেছে। ধৃতের চার চাকার গাড়িতে নবান্ন, রাইটার্স বিল্ডিং, রাজভবন, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের স্টিকার লাগানো ছিল। সব স্টিকারই ভুয়ো। হোটেলের সামনেই রাখা ছিল গাড়িটি। পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার বাসিন্দা তিনি। কখনও কখনও হরিদেবপুর এলাকায় থাকতেন বলেও জানা গেছে। রবিবার সূত্র মারফত খবর পেয়ে বড়তলা থানার পুলিশ ওই ভুয়ো আইএএসকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, শান্তকুমারের বয়স ৬১ বছর। তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে।