নিজস্ব সংবাদদাতা: ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা ইতিমধ্যেই পৌঁছেছেন লালবাজারে। তবে সেখানে বেশিক্ষণ থাকতে হয়নি তাঁদের। সেখান থেকেই মুক্তি দেওয়া হয়েছে তাঁদেরকে।
এদিন একজন সদস্য এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডি বলেন, “আমাদের ১৫১ সিআরপিসি ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। তারা আমাদের এখানে নিয়ে এসেছিল। তবে জামিনের নথিপত্রের পরে, আমাদের মুক্তি দিয়েছি। আমরা রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছি। এবং তার কাছে পরিস্থিতি বর্ণনা করব। আমরা কিছুই করিনি কিন্তু তারা আমাদের গ্রেফতার করল। এটি শুধুমাত্র বাংলায় ঘটে। এখানে কী হচ্ছে তা পুরো দেশ দেখছে। অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীরা চাপের মধ্যে রয়েছে। রাষ্ট্রপতির শাসনই একমাত্র পথ হবে এই পরিস্থিতি সামাল দিতে”।