নিজস্ব সংবাদদাতা: মায়ানমার থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ বলয় আর দিঘা পর্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট বজায় থাকবে আজ। বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টিতে হাবুডুবু খাবে রাজ্য।
শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টি হতে পারে। এখানে লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলও ডুবতে পারে জলে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে শহরে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রা করতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলা ও পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শেষভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে। দুই বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি দেখা দিতে পারে আজ। পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘে ঢেকে গেছে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় পুজোর আগে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরী হচ্ছে।