নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর কাণ্ডে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, সে বহিরাগত। এবার স্বভাবতই প্রশ্ন উঠছে যে, তাহলে হাসপাতাল চত্বরে তার অবাধ বিচরণ কিভাবে সম্ভব ?
তবে এক ছাত্রের কথায় অভিযুক্ত সঞ্জয় রায় হাসপাতালে ওয়েলফেয়ারের কাজ করতেন। রোগী ভর্তিতে কোনও অসুবিধা বা অন্য কোন সমস্যার দ্রুত সমাধানও করে দিতেন তিনি।
লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে তাই নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। হাসপাতালে কর্মরত নিরাপত্তারক্ষীদের বয়ানেও মিলেছে অসনঙ্গতি। কেউই ধৃত সঞ্জয় রায়ের ব্যাপারে খোলাখুলিভাবে কিছু বলতে বা জানাতে পারছেন না বলে সূূত্রের খবর।