মহুয়া মৈত্রকে বহিষ্কার নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার! কী বললেন তিনি

লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। বাংলায় বিজেপির সভাপতি বলেন, এর আগে কংগ্রেস একসঙ্গে ১০ জন সাংসদকে সাসপেন্ড করেছিল। এটা নতুন নয়।

author-image
Tamalika Chakraborty
New Update
mahua sukanta.jpg

নিজস্ব সংবাদদাতা:  মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার বলেন,'এর আগেও কংগ্রেস একদিনে ১০ জন সাংসদকে সাসপেন্ড করেছিল। এটি প্রথমবার ঘটছে না। হ্যাঁ, এটা হতে পারে, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে। অভিযুক্তরা কখনই লোকসভায় তার পক্ষ উপস্থাপন করতে পারে না, অভিযুক্তকে পক্ষ উপস্থাপন করতে হলে তাকে এথিক্স কমিটির সামনে থাকতে হবে।  কিছুক্ষণ সে তার পক্ষ পেশ করে। পরে যখন তাকে প্রশ্নের উত্তর দিতে হয়, তখন তিনি উত্তর দিতে না পেরে পালিয়ে যান। কোনও উত্তর দিতে হলে কমিটির সামনে দেওয়া উচিত ছিল।'