নিজস্ব সংবাদদাতা: টুইট করে ফের বিস্ফোরক মন্তব্য করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, "আমাদের দুর্ভাগ্য, এই সেকুলারদের হুক্কা হুয়া চিৎকারে ব্রিটিশ ভারতে যাঁরা উদার মনোভাবাপন্ন মুসলমান ছিলেন তাঁদের নামগুলি ঢাকা পড়ে যাচ্ছে, একমাত্র কাজী নজরুল ছাড়া। তাঁরা কোনো ব্রিটিশ-বিরোধী সংগ্রামে অংশ নেন নি (যেমন রবীন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দও নেন নি), কিন্তু দুটো সম্প্রদায়কে কাছাকাছি টানতে চেষ্টা করেছেন। সেজন্যই তাঁরা নমস্য।এঁদের মধ্যে আছেন সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, প্রাবন্ধিক কাজী আব্দুল ওদুদ, এস ওয়াজেদ আলী, শিক্ষক রেজাউল করীম (মুর্শিদাবাদ), রবীন্দ্রসংগীত গায়ক আবদুল আহাদ, ও আরো অনেকে।"
"এই সেকুলারদের হুক্কা হুয়া চিৎকারে ....", ফের বিস্ফোরক তথাগত
তথাগত রায় টুইট করে বলেন, "আমাদের দুর্ভাগ্য, এই সেকুলারদের হুক্কা হুয়া চিৎকারে ব্রিটিশ ভারতে যাঁরা উদার মনোভাবাপন্ন মুসলমান ছিলেন তাঁদের নামগুলি ঢাকা পড়ে যাচ্ছে, একমাত্র কাজী নজরুল ছাড়া।"
Follow Us
নিজস্ব সংবাদদাতা: টুইট করে ফের বিস্ফোরক মন্তব্য করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, "আমাদের দুর্ভাগ্য, এই সেকুলারদের হুক্কা হুয়া চিৎকারে ব্রিটিশ ভারতে যাঁরা উদার মনোভাবাপন্ন মুসলমান ছিলেন তাঁদের নামগুলি ঢাকা পড়ে যাচ্ছে, একমাত্র কাজী নজরুল ছাড়া। তাঁরা কোনো ব্রিটিশ-বিরোধী সংগ্রামে অংশ নেন নি (যেমন রবীন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দও নেন নি), কিন্তু দুটো সম্প্রদায়কে কাছাকাছি টানতে চেষ্টা করেছেন। সেজন্যই তাঁরা নমস্য।এঁদের মধ্যে আছেন সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, প্রাবন্ধিক কাজী আব্দুল ওদুদ, এস ওয়াজেদ আলী, শিক্ষক রেজাউল করীম (মুর্শিদাবাদ), রবীন্দ্রসংগীত গায়ক আবদুল আহাদ, ও আরো অনেকে।"