বিস্ফোরক অভিযোগ রত্নার বিরুদ্ধে! শোভনের হয়ে সওয়াল করায় গালিগালাজ কল্যাণকে

বিবাহ বিচ্ছেদের মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন কল্যাণ। রত্নার বিরুদ্ধে অভিযোগ, রত্না চট্টোপাধ্যায় তাঁর নামে যা খুশি তাই বলছেন। আদালতে সেকথা জানান তিনি। 

author-image
Jaita Chowdhury
New Update
highcourt .

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের শিরোনামে শোভন-রত্না। কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ঘিরে চলছে একের পর এক বিতর্ক ৷ সোমবার শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন, রত্না চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যা খুশি তাই বলছেন ৷

উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় দু'জনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক ৷ দলের বিধায়কের বিরুদ্ধে মামলা লড়ায় প্রশ্ন উঠেছে কল্যাণের ভূমিকা নিয়ে ৷ এ প্রসঙ্গে কল্যাণ বলেন, তিনি প্রথমে আইনজীবী ৷ তারপর সাংসদ ৷ এদিন মামলার শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ বলেন, "শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি ৷ তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা তা বলছেন ৷ রত্না অসম্মানজনক মন্তব্য করেছেন ৷"

বিচারপতি কল্যাণকে প্রশ্ন করেন, ""কিন্তু এর জন্য কোর্ট কী করতে পারে ?"কল্যাণের দাবি, তিনি একজন সিনিয়র আইনজীবী ৷ কোর্টের একজন সিনিয়র অফিসার ৷ আদালতের তাঁকে সুরক্ষা দেওয়া উচিত ৷ আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে ৷ আমার মেয়ের নামে যাচ্ছেতাই বলা হচ্ছে৷" এই বক্তব্যের পর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেন, "ঠিক আছে আবেদন করুন ৷ আদালত শুনবে ৷"

যদিও রত্নার আইনজীবী সাফ জানিয়েছেন, "কোন মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে তথ্য নেই ৷"