নিজস্ব সংবাদদাতা: ফের শিরোনামে শোভন-রত্না। কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ঘিরে চলছে একের পর এক বিতর্ক ৷ সোমবার শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন, রত্না চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যা খুশি তাই বলছেন ৷
উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় দু'জনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক ৷ দলের বিধায়কের বিরুদ্ধে মামলা লড়ায় প্রশ্ন উঠেছে কল্যাণের ভূমিকা নিয়ে ৷ এ প্রসঙ্গে কল্যাণ বলেন, তিনি প্রথমে আইনজীবী ৷ তারপর সাংসদ ৷ এদিন মামলার শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ বলেন, "শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি ৷ তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা তা বলছেন ৷ রত্না অসম্মানজনক মন্তব্য করেছেন ৷"
বিচারপতি কল্যাণকে প্রশ্ন করেন, ""কিন্তু এর জন্য কোর্ট কী করতে পারে ?"কল্যাণের দাবি, তিনি একজন সিনিয়র আইনজীবী ৷ কোর্টের একজন সিনিয়র অফিসার ৷ আদালতের তাঁকে সুরক্ষা দেওয়া উচিত ৷ আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে ৷ আমার মেয়ের নামে যাচ্ছেতাই বলা হচ্ছে৷" এই বক্তব্যের পর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেন, "ঠিক আছে আবেদন করুন ৷ আদালত শুনবে ৷"
যদিও রত্নার আইনজীবী সাফ জানিয়েছেন, "কোন মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে তথ্য নেই ৷"