আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে উত্তেজনাপূর্ণ শুনানি: সিব্বল বনাম জয়সিং

সুপ্রিমকোর্টে আরজি কর মামলার তৃতীয় দিনের সুনানী চলে আড়াই ঘন্টা ধরে। এদিন কপিল সিব্বল ও ইন্দিরা জয়সিংয়ের উত্তেজনাপূর্ণ বিতর্ক ও প্রতিযোগিতা ছিল নজর কারা।

author-image
Debapriya Sarkar
New Update
Supreme court hearing

নিজস্ব প্রতিবেদ : আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় দিনের শুনানি হয়। প্রধান বিচারপতির বেঞ্চে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই শুনানি। কপিল সিব্বল এবং ইন্দিরা জয়সিংয়ের মধ্যে তর্কাতর্কি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

Indira

শুনানির সময় কপিল সিব্বল এক নথি দিতে আপত্তি জানালে ইন্দিরা জয়সিং তীব্রভাবে প্রতিক্রিয়া জানান। সিব্বল ‘দিচ্ছি, দিচ্ছি’ বললেও, ইন্দিরা জানান, কেন অতিরিক্ত কপি না নিয়ে কোর্টে আসেন কেন? এই বিষয়ে সিব্বলকে বেশ কয়েকবার থামানো হয়।

Kapil

শুনানির শেষে, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরানোর বিষয়ে সিব্বল কিছু বলতে চাইলেও, ইন্দিরা তার গলা ছাপিয়ে বলেন, "না, এখন কাজে ফিরবে না। আগে গ্যারান্টি দিন, তারপর..."। আদালতের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত নিয়ে তারা নিজেদের হাতে রেখেছে।

আইনজীবীরা মনে করছেন, কপিল সিব্বল এবং ইন্দিরা জয়সিংয়ের মধ্যে শুনানির এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা সত্যিই নজরকাড়া।