আইপিএলের টিকিট জাল! গ্রেফতার TMC নেতা

খেলায় বেটিং আজকাল অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবু এটা অপরাধ। এবার এই অপরাধে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
ipltmc

নিজস্ব সংবাদদাতা: আইপিএলে (IPL) বেটিং এর আগেও অনেক ঘটেছে। বিগত কয়েক বছরে এর অজস্র উদাহরণ পাওয়া গেছে। এমনকী আইপিএলে টিকিট জাল করে বিক্রির অভিযোগও প্রচুর উঠেছে। এবার সেই টিকিট জাল করে প্রতারণার ঘটনায় জড়ালেন নদিয়ার (Nadia) এক তৃণমূল নেতা (TMC Leader)। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (KKR vs CSK) ম্যাচের টিকিট জাল (Fake Ticket) করে লক্ষাধিক টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। ধৃত তৃণমূল নেতার নাম বিক্রম সাহা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাহেরপুরের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তিনি। জাল টিকিট নিয়ে মাঠে ঢোকার মুখে কিছু দর্শক জানতে পারেন তাঁরা শুধু যে স্টার খেলোয়াড়দের সামনে থেকে দেখার সুযোগ হারিয়েছেন তা নয় এর পাশাপাশি খোয়া গেছে বিশাল অঙ্কের টাকা। ময়দান থানায় (Maidan Police Station) অভিযোগ দায়ের করেন তাঁরা। 

ad.jpg