নিজস্ব সংবাদদাতা: ৫ বছরে গাড়ির তেলের খরচ হয়েছে সাড়ে ২১ লক্ষ টাকা। যখন এই খরচ করা হয়েছে তখন রাজ্যে চলছিল করোনা ও লকডাউন। তাহলে কী করে এত খরচ হল? যে গাড়ির এত তেল লেগেছে সেই গাড়ি ব্যবহার করেছেন এক বিধায়কের স্ত্রী। প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যের স্ত্রী অপর্ণা ভট্টাচার্যকে নিয়ে এই বিশেষ খবর।
বর্তমানে অপর্ণা দেবী জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। এর আগে চণ্ডিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। জানা যায় যে পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন তিনি যে গাড়ি ওয়ান তারই তেলের বিল হয়েছে ২১ লক্ষ ৪৫ হাজারের বেশি। এই তথ্য সামনে আসতেই শোরগোল রাজ্যে। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পদে ছিলেন অপর্ণা দেবী।
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)