নিজস্ব সংবাদদাতা: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আপাতত রাখা হবে ভেন্টিলেশনে, এমনটাই জানালেন উডল্যান্ডস হাসপাতালের ডাক্তাররা। জানা গেছে যে শনিবার সন্ধ্যা থেকে বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করা হয়েছে। তাতে কেমন কাজ হচ্ছে সেটা জানতে ৩৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুকের সিটি স্ক্যান করানোর পরিকল্পনা ছিল। সেটা আপাতত বাতিল করা হয়েছে। বুদ্ধবাবুর হার্টের পরিস্থিতি ভালো বলে জানা গেছে।