নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইপিএস রূপক কুমার দত্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কাজ শুরু করেছিলেন তিনি, তবে মন্ত্রিসভার অনুমোদন মিলল সোমবার।
১৯৮১ সালের ব্যাচের আইপিএস রূপক কুমার দত্ত ছিলেন কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর। কর্নাটক পুলিশের ডিজি হিসেবেও দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। তাঁকেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হল। জানা গিয়েছে, মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি।