প্রতি সন্ধেয় বাড়ির ছাদে আরতি হত, কাল হয়নি! কী হল ট্যাংরার বাসিন্দাদের?

জানা গিয়েছে, প্রতিদিনই সন্ধেবেলা আরতি হত। গতকাল হয়নি। বাড়ি অন্ধকার ছিল। ট্যাংরার বাড়িতে এসেছিলেন ১২ থেকে ১৫ জন, দাবি প্রত্যক্ষদর্শীর। কারা এরা? কেন এসেছিলেন বাড়িতে?

author-image
Jaita Chowdhury
New Update
cdsafas

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ট্যাংরায় (Tangra) একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে সন্দেহ বাড়ছে। ঘর থেকে উদ্ধার ৩ জনের দেহ। মৃতদের প্রত্যেকেরর হাতে শিরা কাটা। মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। চারতলা বাড়ির তিনতলায় উদ্ধার হয়েছে তিনজনের দেহ। এমনকী একজনের গলা কাটা অবস্থাতেও ছিল। তাঁরা আত্মঘাতী হয়েছেন না খুন হয়েছেন? ঘনিয়ে উঠছে রহস্য। 

জানা গিয়েছে, প্রতিদিনই সন্ধেবেলা আরতি হত। গতকাল হয়নি। বাড়ি অন্ধকার ছিল। ট্যাংরার বাড়িতে এসেছিলেন ১২ থেকে ১৫ জন, দাবি প্রত্যক্ষদর্শীর। কারা এরা? কেন এসেছিলেন বাড়িতে? নজর রাখা হয়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনাস্থল ঘুরে দেখলেন সিপি, জয়েন্ট সিপি ক্রাইম।