নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে নিউটাউনে। গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গিয়েছে, বাইকে চড়ে এসে দু’জন দুষ্কৃতী আচমকাই গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান! খাস নিউটাউন এলাকায় রাম মন্দির আইল্যান্ড সংলগ্ন স্থানে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বাইকে করে এসে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতি আকস্মিকভাবে গুলি করে চলে যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দুর্ভাগ্যের বিষয়, হত্যাকারী আততায়ীদের খোঁজ এখনওঁ পায়নি রাজ্যের পুলিশ। এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তাঁর অনুগত পুলিশ প্রশাসন।"
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আরও বলেন, 'তাঁর কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও। তাই মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন।'