যাত্রী নিয়েই ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো

যাত্রী নিয়েই গড়াল এই তিন মেট্রো রুটের চাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
metro ganga 1.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ থেকেই শুরু হল গঙ্গার নীচ দিয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা। চালু হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের পরিষেবাও। যাত্রী নিয়েই গড়াল এই তিন মেট্রো রুটের চাকা।

metro ganga 2.png

স্বাভাবিক ভাবেই এদিন যাত্রীদের মধ্যে উচ্ছ্বাসা ছিল চোখে পড়ার মত। বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের যাত্রী পরিষেবা শুরু হতেই আজ সকাল থেকে যাত্রীরা ভিড় জমাতে শুরু করেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। গঙ্গার নীচ দিয়ে যাত্রা করার অভিজ্ঞতা উপলব্ধি করতেই অনেকে এমনিই যাত্রা করেন। আবার অনেক যাত্রী আজ বাসের যাত্রা ভুলে এসপ্ল্যানেড গেলেন মেট্রোতে চড়ে। কেউ ক্যামেরাবন্দী করলেন প্রথম সফর, তো কেউ আবার ভিডিও কল করে আত্মীয়দের দেখালেন সেই অভিজ্ঞতা। আপাতত সারা দিনে ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে বলে জানা যাচ্ছে।  

metro ganga.png

Add 1

cityaddnew

স